• December 27, 2024

যোগদান করেছেন লক্ষ্মীছড়ির ইউএনও, ফুলেল শুভেচ্ছা

 যোগদান করেছেন লক্ষ্মীছড়ির ইউএনও, ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপেজলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন সেটু কুমার বড়ুয়া। ১৭ নভেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর বিকেলেই নবাগত ইউএনও লক্ষ্মীছড়িতে আসেন।

১৮ নভেম্বর সোমবার সকালে যথারীতি অফিসের কাজে যোগ দেন। বেলা ১১টায় সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। বিকেল ৩টায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকেদর সাথে পরিচয় পর্বে মিলিত হন। সন্ধায় অফিসার্স ক্লাবের আমন্ত্রণে মতিনিময় সভা করেন। এদিকে উপজেলা বিএনপি, জামায়াত, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন সামাজিক সংগঠনরে পক্ষ হতে নবাবগত লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় হতে সরকারি এক আদেশে লক্ষ্মীছড়ি উপেজলায় সেটু কুমার বড়ুয়াকে বদলি করা হয়। তিনি কুমিল্লা জেলার  সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। লক্ষ্মীছড়ির ইউএনও সুলতানা রাজিয়া ফরিদগঞ্জ উপজেলায় বদলী হলে সহকারি কমিশনার(ভূমি) ছেন মং রাখাইন ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।৩৬তম বিসিএস’র এই ক্যাডার অফিসার সেটু কুমার বড়ুয়া মতলব থানা, বান্দরবানের থাঞ্চি উপজেলায় সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post