Homeস্লাইড নিউজচট্টগ্রাম সংবাদ

রাউজানে আন্তর্জাতিক আশেকানে রাসুল (দ:) কনফারেন্স আগামী ১৯ জানুয়ারী

প্রতিনিধি: রাউজানে আন্তর্জাতিক আশেকানে রাসুল (দ:) কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী ১৯ জানুয়ারী। আলামিয়া-নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উপজেলা

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ক.)’র খোশরোজ শরীফ কাল থেকে শুরু
গাউসুল আযম মাইজভাণ্ডারীর ১১৬তম উরসের প্রশাসনিক সমন্বয় সভা
যুব সমাজকে অবক্ষয়ের পথ থেকে বাঁচাতে সুস্থ ও নৈতিক সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে

প্রতিনিধি: রাউজানে আন্তর্জাতিক আশেকানে রাসুল (দ:) কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী ১৯ জানুয়ারী। আলামিয়া-নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উপজেলার হলদিয়া ইউনিয়নের ঐতিহাসিক লস্কর উজির বাড়িরস্থ ময়দানে অনুষ্ঠিতব্য এই সম্মেলন নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এই উপলক্ষ্যে ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণে সোমবার বিকাল তিনটায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক নুর মুহাম্মদ রানা লিখিত বক্তব্যের মাধ্যমে জানান, আগামী ১৯ জানুয়ারী, বেলা তিনটায় পবিত্র ঈদ-মিলাদুন্নবী (দ:) ও বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (র:) এর স্মরণে আন্তর্জাতিক আশেকানে রাসুল (দ:) কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থাকবেন আওলাদে রাসুল (দ:) সৈয়্যদ শাহ মুহাম্মদ আশরাফ কালিম আল আশরাফী আল জিলানী (ভারত)। সভাপতিত্ব করবেন মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মনজিলের শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম  মাইজভান্ডারী।

উদ্বোধক থাকবেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক নু.ক.ম. আকবর হোসেন, প্রধান বক্তা হাফেজ মুহাম্মদ এহসান ইকবাল কাদেরী (শ্রীলঙ্কা)। আহলে সুন্নাত ওয়াল জাম’আতের মহাসচিব পীরে তরীক্বত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, গর্জনিয়া রাহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ আহছান হাবিব, নেপাল পার্লামেন্টের সাবেক সদস্য আলহাজ্ব মুহাম্মদ নজির মিয়া, নেপাল সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশন ব্যারিস্টার মুহাম্মেদীন আলী সহ দেশ বিদেশে ওলামা-মাশায়েক, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন। তিনি সাংবাদিক সম্মেলনে সকলে প্রতি দাওয়াত দেন।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা  সৈয়দ হোসেন মিয়া, এস.এম. বারব, সাংবাদিক এম. বেলাল উদ্দিন, মুহাম্মদ মুঈনুদ্দিন রেজভী, এম ইউনুস চৌধুরী, আলহাজ্ব নুরুল হুদা প্রমুখ।