রাঙ্গামাটিতে সেনা অভিযানে সন্ত্রাসী আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

পাহাড়ের আলো: রাঙ্গামাটি জেলাধীন কাপ্তাই জোনের অন্তর্গত ভালুকিয়াপাড়া হতে অবৈধ অস্ত্র ওগোলাবারুদসহ জেএসএস (মূল) এর সন্ত্রাসী ও চাঁদা কালেক্টর আটক করেছ

পর্যটন শিল্প বিকাশে কাপ্তাইয়ে নির্মিত হচ্ছে পরিবেশ বান্ধব শীপ জোন
কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলার টুকরো খবর
আগামী ৩মাস মহালছড়ি সহ কাপ্তাই হ্রদ এলাকায় মাছ ধরা বন্ধ

পাহাড়ের আলো: রাঙ্গামাটি জেলাধীন কাপ্তাই জোনের অন্তর্গত ভালুকিয়াপাড়া হতে অবৈধ অস্ত্র ওগোলাবারুদসহ জেএসএস (মূল) এর সন্ত্রাসী ও চাঁদা কালেক্টর আটক করেছে সেনাবাহিনী।

২৬ জুলাই রবিবার রাতে কাপ্তাই জোনের আওতাধীন রাইখালী টেম্পোরারি অপারেটিং বেস (টিওবি) হতে ৬ কিঃ মিঃ দক্ষিণ পূর্বে ভালুকিয়াপাড়া এলাকায় একটি সেনাদল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনার সময় বিজয় তংচংঙ্গ্যা (৩২) সন্ত্রাসীকে ১টি দেশীয় বন্দুক এবং ৪ রাউন্ড এ্যামুনেশনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি জেএসএস (মূল) এর সক্রিয় সন্ত্রাসী এবং চাঁদা সংগ্রহকারী। গ্রেফতারকৃত সন্ত্রাসী’কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ এর জন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত সন্ত্রাসী সে উসুইপ্রু মারমা হত্যা মামলার আসামি,সে দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে, জেএসএস (সন্তু) সন্ত্রাসী বিজয় তংচংঙ্গ্যা দীর্ঘদিন থেকে ভালুকিয়াপাড়াসহ আশপাশের এলাকায় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজী, ভয়ভীতিসহ নানা অপরাধের সাথে জড়িত ছিল বলে এলাকাবাসী জানায়।