রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ এর ৩ কর্মী খুন, আহত ১
ডেস্ক রিপোর্ট :রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকের করল্যাছড়ি এলাকায় পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর দুই গ্রুপের মধ্যে সংগঠিত বন্দুকযুদ্ধের ঘটনায় মূল ইউপিডিএফ এর ৩জন নিহত এবং একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, সুশীল চাকমা, স্মৃতি চাকমা, অটল চাকমা। আহত ব্যক্তির নাম কানন চাকমা। পুলিশ জানায়, সোমবার ভোর রাত ৪ টার দিকে উভয় পক্ষের মাঝে গোলাগুলি শুরু হয়। প্রায় ঘন্টা ব্যাপী বন্ধুকযুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আনোয়ার সাংবাদিকদের জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুল ইউপিডিএফ এবং গণতান্ত্রিক ইউপিডিএফ দীর্ঘ দিন ধরে এলাকায় অবস্থান করছিলো।
আজ ভোর রাত ৪ টার দিকে উভয়পক্ষের মাঝে গোলাগুলি শুরু হয়। গোলাগুলির ঘটনায় মুল ইউপিডিএফ এর ৩ কর্মী নিহত হয় এবং কানন চাকমা গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলের দিকে গিয়েছেন বলে তিনি জানান।