সাজেকে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, গণতান্ত্রিক ইউপিডিএফ-কে দায়ী

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ প্রসিত গ্রুফ) প্রতিপক্ষের তিনজন কর্মীকে গুলি করে হত্যা করেছে তাদের প্রতিপক্ষ। সোমবার (২৮ মে) ভোর ৫টার দিকে ওই ইউনিয়নের করল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই এলাকার সুগোরচুগো চাকমা ওরফে স্মৃতি চাকমা, ওই ইউনিয়নের ঝগড়াবিল এলাকার  অটল চাকমা ও সঞ্জীব চাকমা। এসময় কানন চাকমা নামের একজন গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে  ইউপিডিএফ’র  (প্রসিত গ্রুপ) আস্তানায়  গুলি দিয়ে হামলা চালিয়ে তিনজনকে নিহত করে গণতান্ত্রিক ইউপিডিএফ’র সশস্ত্র সন্ত্রাসীরা। ইউপিডিএফ’র (প্রসীত গ্রুফ) বাঘাইছড়ি ও সাজেক ইউনিটের পরিচালক জুয়েল চাকমা এ ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফ (বর্মা গ্রুফ)-কে  দায়ী করেছে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার জানান, আমরা ঘটনাস্থলে রওনা করেছি। পরে বিস্তারিত জানানো হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post