রাঙ্গুনিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর আলম ওরপে রণি (৪০) নামের এক আসামীকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদক মামলায় ৬ মাসের সাজা এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, ধৃত রণিকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে। ২০০৪ সালে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে অস্ত্র মামলায় একাধারে ৭ বছর কারাবরণ করেছিল। এছাড়া রাঙ্গুনিয়া থানায় মারামারিসহ তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।