• December 13, 2024

রাঙ্গুনিয়ায় ৪ ইটভাটাকে জরিমানা

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: সরকারী নীতিমালা উপেক্ষা করে উত্তর রাঙ্গুনিয়ার ইসলামপুর, রাজানগর, দক্ষিণ রাজানগর ইউনিয়নে গড়ে উঠা ইটভাটাগুলোতে পরিবেশ দূষণ করে জ¦ালানি কাঠ দিনরাত পুড়ানো হচ্ছে। ফসলি জমি ও পাহাড়ের মাটি দিয়ে সনাতনি পদ্ধতিতে লক্ষ লক্ষ ইট তৈরী করা হচ্ছে। ভাটার কাজে অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোর দিয়ে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংরক্ষিত বনাঞ্চল ও লোকালয়ের বাইরে ইটভাটা স্থাপনের নিয়ম থাকলেও তা অধিকাংশ ভাটার মালিক আইন মানছে না। ইটভাটার কালো-ধোঁয়ায় এলাকার পরিবেশকে বিষিয়ে তুলেছে। শতশত গ্রামের লক্ষ লক্ষ মানুষ জনস্বাস্থ্যের হুমকির মুখে পড়েছে।

ইসলামপুর ইউনিয়নের এক স্কুল শিক্ষক বলেন, সংরক্ষিত বনাঞ্চল ও সামাজিক বনায়ন থেকে অপরিপক্ক কচি গাছ কেটে প্রতিদিন শতশত জীপ (চাঁদেরগাড়ি) যোগে লক্ষলক্ষ মণ জ¦ালানি ব্রিকফিল্ডে সরবরাহ করা হয়। ভাটাগুলোতে দিনরাত চলছে সমানতালে কাঠ পুড়ানোর মহোৎসব চলছে। কাঠ পাচাররোধে বন বিভাগের দৃশ্যমান তেমন কোন তৎপরতা নেই বললেই চলে। সরকারী নিদের্শনার আলোকে পরিবেশ মন্ত্রানালয় ও উপজেলা প্রশাসন অবৈধ ভাবে গড়ে উঠা ইটভাটাগুলোতে মাঝেমধ্যে অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে সর্তক করা হলেও অনেক ইটভাটায় আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নীতিমালা ভঙ্গ করছে বলে জানা গেছে। এমন গুরুতর অভিযোগের ভিত্তিতে গত শনিবার সরফভাটা, ইসলামপুর ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মাসুদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতকে সহযোগিতা করেন নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা ও থানার উপপরিদর্শক মো. ইসমাঈল।

সরফভাটায় অভিযান চালিয়ে এসবিএম নামে ইটভাটাকে ৩০ হাজার টাকা, ইসলামপুরের এমবিএম ব্রিক, শাহ আমানত ব্রিক ও আবুল বশর ব্রিক’কে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তি নিকেতন এলাকায় ইছামতি নদীতে অভিযান চালিয়ে ৩ টি বালু তোলার খননযন্ত্র পুড়িয়ে নষ্ট করা হয়েছে। সরফভাটার শিলক খালে বালু তোলার পাইপ ও সরঞ্জামাদি নষ্ট করা হয়। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, পরিবেশ দূষণ, জ¦ালানি কাঠ পুড়ানো ও অনুমোদনহীন ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post