রাঙ্গুনিয়া কর্নফুলী নদীতে ছাত্র নিখোঁজ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী গ্রামের মহাজন ঘাটে গত শুক্রবার কর্নফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে রবিন দাশ (১৯) নামের একজ

“হায়রে বাংলাদেশ” ও “স্বাধীনতার খোঁজে” দু’টি কাব্যগ্রন্থের প্রকাশনা মোড়ক উন্মোচন
লক্ষ্মীছড়িতে ডা. মুরাদ’র ফোন নাম্বার হ্যাক করে ২৫ হাজার টাকা হাতিয়ে নিলেন
ফটিকছড়িতে অগ্নিকান্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী গ্রামের মহাজন ঘাটে গত শুক্রবার কর্নফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে রবিন দাশ (১৯) নামের একজন ছাত্র।  সে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া ধোরলা গ্রামের দিলীপ দাশের পুত্র। মৃত নানী বন্ধনা করের (৭৫) দাহ শেষে সকাল ১১ টার দিকে অন্যান্যদের সঙ্গে সে কর্নফুলী নদীতে গোসল করতে নামে। সেখানে প্রায় কোমর পানিতে ডুব দিয়েই সে নিখোঁজ হয়।

স্বজনদের অনেক খোঁজাখুজিতেও গতকাল শনিবার পর্যন্ত তাকে পাওয়া যায়নি। নদীতে নিখোঁজের সন্ধানে খোঁজাখুজি অব্যাহত রয়েছে। নিখোঁজ রবিন গত বছর চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকার জগন্নাত বিশ্ববিদ্যালয়ে চান্স নিয়ে ভর্তির অপেক্ষামান ছিল বলে তার পারিবারিক সূত্র জানা গেছে।