• December 12, 2024

রাঙ্গুনিয়া কাউখালী দরবারে উরস মাহফিল সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া বেতাগীর কাউখালী হযরত আল্লামা মুফতী সৈয়দ আবদুল ওয়াসে (রাহ.) এর বার্ষিক উরসে পাক মাহফিল গত শনিবার অনুষ্টিত হয়। দরবারের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আবদুল হাফেজ-এর সভাপতিত্বে প্রধান অতিথি রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এম এন আলম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জামেয়া আহ্মদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রিজভী। অতিথি বক্তা ছিলেন পোমরা জামিউল উলূম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু তাহের, আহ্লে সুন্নাত সমম্বয় কমিটির আহবায়ক মাওলানা হাফিয সৈয়দ মুহাম্মদ রূহুল আমীন, মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, চট্টগ্রাম জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা হাফিয কাযী খাইরুল আনোয়ার।

উদ্বোধনী বক্তব্য রাখেন শাহ্যাদা আলহাজ্ব সৈয়দ আবদুস সালাম। শাহ্যাদা সৈয়দ আবদুল নোমানের সঞ্চালনায় আলোচক ছিলেন ইসলামী গবেষক সৈয়্যদ আবদুল হামীদ আলহাদী,মাওলানা মুহাম্মদ মূসা নঈমী, মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব নঈমী, মাওলানা হাফিয নঈমুল মোস্তফা নঈমী, মাওলানা মুহাম্মদ ইউসুফ নঈমী, মুহাম্মদ নূরুল ইসলাম সওদাগর, মুহাম্মদ নেজাম প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, আল্লাহর সান্নিধ্য অর্জন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য হযরত রাসূলুল্লাহ্ (সা.) ইসলামকে মানুষের পরিপূর্ণ জীবন বিধান রূপে প্রতিষ্ঠা করে যান। তাই মুসলমানদের পূর্ণাঙ্গভাবে ইসলামী বিধি-বিধান মেনে চলতে হয়। তিনি বলেন ইসলামে অজ্ঞতা, মিথ্যাচারিতা ও কপটতার স্থান নেই। আত্মোপলদ্ধি ও আত্মশুদ্ধির জন্য হাক্কানী-রাব্বানী উলামা-মাশায়িখের শরণাপন্ন হতে হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post