• July 27, 2024

রাঙ্গুনিয়া ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: দীর্ঘ ৪৭ বছর পর রাঙ্গুনিয়া ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ভূমি অফিসটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে চরমদূর্ভোগ পোহাতে হয়েছে। সামান্য বৃষ্টিতে টিনের চালা দিয়ে পানি পড়ে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হত।  রাঙ্গুনিয়ার লালানগর, হোছনাবাদ, রাজানগর, দক্ষিণ রাজানগর, ইসলামপুর ইউনিয়নের হাজার হাজার প্রজা থেকে বছরে কোটি কোটি টাকা খাজনা (রাজস্ব) আদায় হয়ে থাকে।  ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (৬ষ্ঠ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় রাঙ্গুনিয়া উপজেলাধীন ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিস (নতুন ভবন নির্মাণ) নির্মাণ কাজের অংশ হিসেবে গত ১৪ মার্চ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়।

এ সময় রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি), ১ নং রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো মংনি মার্মা, উপজেলা ভূমি অফিস সার্ভেয়ার মো. মশিউর রহমান, রাঙ্গুনিয়া উপ সহকারী প্রকৌশলী মো. আবুল কালাম, ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা সুমন চৌধুরী, ভূমি উপ সহকারী কর্মকর্তা মোহাম্মদ আকরাম হোসেন, ইউপি সদস্য মো. আবু জাফর তালুকদার, মো. এরশাদুল আলম, মোহাম্মদ জসিম উদ্দিন ও নির্মান ঠিকাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থেকে বেজ ঢালাই কাজের শুভ সূচনা করেন।  স্থানীয়রা জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিস স্থাপিত হওয়ার পর থেকে কার্যক্রম চলে আসছে। র্দীঘদিন উন্নয়ন মুলক কাজ না হওয়ায় পুরো ভবনটি ঝরাজীর্ণ হয়ে পড়ে।

অফিসের কাজে আসা লোকজন ও কর্মকর্তা-কর্মচারীর মাথার উপর ছাদের আস্তর খসে পড়ত। ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, অত্যন্ত ঝুকিপূর্ণ ভবনে র্দীঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হয়েছে। সরকার ঘাগড়া ভূমি অফিসটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়ায় এলাকার মানুষ উপকৃত ও সেবার মান বাড়বে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post