• December 21, 2024

রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম মহসিন কলেজে’র কমিটি গঠন

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ইফতার ও কাউন্সিল অধিবেশন নগরীর বহাদ্দাহাটস্থ কাঁশবন রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়। ফোরামের আহব্বায়ক নুরুল আবছার রাফি’র সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অথিতি বক্তব্য রাখেন মহসিন কলেজ গণিত ডিপার্টমেন্টের প্রাক্তন সহযোগি অধ্যাপক মো. কামাল হোসেন। রবিউল হোসেনের সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন কলেজ ছাত্রনেতা কাজী নাঈম ও মইনুদ্দীন, চট্টগ্রাম কলেজ রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা মুহাম্মদ মুনিরুল ইসলাম। রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চ’বির সেক্রেটারি মুহাম্মদ নেজাম প্রমূখ।

ইফতার শেষে অত্র ফোরামের উপদেষ্টা কাজী নাঈম কমিঠি ঘোষণা করেন। এতে অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র মুহাম্মদ নুরুল আবছারকে সভাপতি ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র মুহাম্মদ আবু আহাদকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ সভাপতি আবদুল্লাহ আল আরমান, আরিফুল ইসলাম, ছোটন দেবনাথ। সহ সাধারন সম্পাদক রবিউল, আবু তৈয়্যব ও সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া আকতার সহ মোট ৪১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post