রাজস্থলীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাজস্থলী প্রতিনিধি: রাজস্থলী উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার পালিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে উপজেলা হ্নারামুখ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, সাংগঠনিক সম্পাদক রেংগ্যা মারমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উচসিং মারমা, ক্যাসাচিং মারমা মিলন, প্রচার সম্পাদক হারাধন কর্মকার, ইউনিয়ন সভাপতি হাইসিমং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মংএতি মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অংসাইনু মারমা, সাধারণ সম্পাদক সুরশ কুমার তঞ্জাগ্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অংসুইচিং মারমা বিজয়, সাংগঠনিক সম্পাদক নুমংচিং মারমাসহ উপজেলা, ইউনিয়ন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।