রানীরহাটে বাঁশ ভর্তি ট্রাক উল্টে খাদে
রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার এলাকায় গতকাল মঙ্গলবার বিকালে সড়ক দূর্ঘটনায় বাঁশ ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৫২১৬) খাদে পড়ে যায়। এসময় ট্রাক ড্রাইভার মো. জসিম (৫০) আহত হয়েছে।
জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাট বাজারের ইছামতি খাল থেকে বাঁশ বিভিন্ন যানবাহনের মাধ্যমে পরিবহন করা হয়। মঙ্গলবার হাটের দিন একটি ট্রাক অতিরিক্ত বাঁশ ভর্তি করে চট্টগ্রাম-রাঙামাটি সংযোগ সড়কে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্বর্তী খাদে পড়ে যায়। দূর্ঘটনার কারনে বাঁশ পরিবহন বন্ধ হয়ে গেলে ব্যবসায়ীরা চরম দূর্ভোগের শিকার হয়।