• June 16, 2025

রামগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৩ দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

 রামগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৩ দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি জেলার রামগড় বাজারে স্বাভাবিক যান চলাচলের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও দখলদারদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

১৫ মে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন। অভিযানকালে বাজারের প্রধান সড়কের পাশের দোকান ঘরগুলোর ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা অবৈধ অংশ উচ্ছেদ করা হয়।

এসময় রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অপরাধে মো: গিয়াস উদ্দিন – এক হাজার, মো: সুফাত এক হাজার ও অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে বাবুল ফার্মেসির মালিকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, যানবাহন ও জনসাধারনের স্বাভাবিক চলাচলের স্বার্থে রামগড় বাজারের প্রধান সড়কের পাশে অবৈধ স্থাপনা ও দখলদারকে উচ্ছেদ করা হয় এবং সরকারি জায়গা অবৈধভাবে দখল করায় জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

অভিযানকালে রামগড় বাজার কমিটির নেতৃবৃন্দসহ রামগড় থানার এসআই মো: আলীম ও তার ফোর্স নিরাপত্তার কাজে সহযোগিতায় ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post