রামগড়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
![রামগড়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত](https://pahareralo.com/wp-content/uploads/2021/12/511BC976-3623-4336-9520-D647BE10F38F.jpeg)
রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে “ শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনের আনবো মর্যাদা ও নৈতিকতা” এ শ্লোগানকে সামনে রেখে ১৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় পরিষদ হলে আলোচনা সভা মধ্যদিয়ে আর্ন্তজাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে প্রদান করেন, ষ্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, বনবিভাগের কর্মকর্তা মোঃ সুলতানু আজিম, আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কালাম আজাদ,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুহেল রানা, স্থানীয় সংবাদকর্মী রতন বৈষ্ণব ত্রিপুরা- মাসুদ রানা।
এতে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ চৌধুরী’র সঞ্চালনায় বক্তাগন বলেন- এদেশের সাধারন জনগন যদি দক্ষ হয়ে নিজেকে তৈরি করে বিদেশ গমন করেন তবে দেশের সম্মান ও অর্থ দুই-ই মিলবে।
এতে উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী কর্মকর্তা,সহ স্থানীয় সাংবাদিক প্রমুখ।