• March 25, 2025

রামগড়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

 রামগড়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্ম এর আয়োজনে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে আস্থা প্রকল্পের সার্বিক সহযোগিতায় সংবেদনশীল ও অহিংসা সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সুশাসন এবং ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রামগড় ১ নং ইউপি’র ছোট খেদা পাড়াস্থ বৌদ্ধ বিহার এলাকায় পাড়ার হেডম্যান- কার্বারী, ইয়ুথ – সিভিক প্লাটফর্ম সদস্যসহ স্থানীয় সাধারণ জনগন গন্যমান্যব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় রামগড় উপজেলা ইয়ুথ গ্রুপের আহবায়ক পুলক বড়ুয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্যে রাখেন জেলা আস্থা প্রকল্পের সমন্বয়ক ধনেশ্বর দেওয়ান।

এতে বিশেষ অতিথি থেকে বক্তব্যে রাখেন, ছোট খেদা যৌথখামার বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, রামগড় উপজেলা কার্বারি  এসোসিয়েশনের সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা, ছোট খেদা যৌথখামার বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রেম কুমার মারমা, আস্থা প্রকল্পের জেলা ফিল্ড অফিসার রিটন চাকমা,জেলা সিভিক প্লাটফর্ম সদস্য ও সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রামগড় উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্য রহিম বিশাল ও হ্যাপি রোয়াজা। সার্বিক সহযোগিতায় উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্য গোলাপ  ত্রিপুরা, মাহমুদুল হাসান , সোমা ত্রিপুরা, হ্লাক্রা মারমা, অমিয় রুদ্র, লিটন ত্রিপুরা, হ্লানু মারমা। এ সময় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে তুলেন শিল্পী নিবেদিতা, ঈশিতা, অন্বেষা, ঐন্দ্রি, রিতু, রিয়া, প্রিয়াংকা, নেহা সহ  নৃত্য পরিচালনায় বর্ষা ঘোষ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post