• September 20, 2024

রামগড়ে বিজয় উল্লাস করছেন বিএনপি ও ছাত্র-জনতা

 রামগড়ে বিজয় উল্লাস করছেন বিএনপি ও ছাত্র-জনতা

পাহাড়ের আলো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে শিক্ষার্থী-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে খাগড়াছড়ির রামগড়ের বিভিন্ন স্থানে বিজয় উল্লাস করছেন বিএনপি ও ছাত্র-জনতা। জাতীয় পতাকা উড়িয়ে, মাথা, বুক ও পিঠে জাতীয় পতাকা বেঁধে স্লোগান দেন নানা বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

৫ আগস্ট  সোমবার বিকেলে গণমাধ্যমে পদত্যাগের খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসে সর্বস্থরের মানুষ।

সরেজমিন দেখা গেছে, রামগড় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় বনবীথীর সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী জমায়েত হয় এবং তারা নেচে গেয়ে বিভিন্ন শ্লোগানে বিজয় উল্লাসে মেতে ওঠেন। পরে রামগড় বাজার এলাকায় বিজয় মিছিল অনুষ্ঠিত। মিছিল শেষে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ এর নেতৃত্বে বিজয় মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্যাহ, উপজেলা যুবদলের আহবায়ক শাহআলম বাদশা, পৌর যুবদলের আহবায়ক মো: জামাল শামিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম সহ প্রমুখ।

এদিকে একি সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মো: রবিউল হাসান এর নেতৃত্বে রামগড় বাজারে আনন্দ মিছিল করে সর্বস্থরের ছাত্র জনতা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post