রামগড়ে মাসিক আইন- শৃখলা কমিটির সভা
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার (২৮ জুন ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে কমিটির সভাপতি ইউএনও খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থেকে বক্তব্যে প্রদান করেন আইন-শৃঙ্খলা কমিটির উপদ্দেষ্টা ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তাগন বলেন জাতি,ধর্ম- বর্ণ নির্বীশেষে সকলের প্রতি শান্তি-শৃংখলা বজায় রাখার সকলের দায়িত্ব কর্তব্য রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তবে অত্র উপজেলায় বিভিন্ন এলাকায় মাদক, শ্রীলং জুয়া খেলা, ইভটিজিং বেড়ে গেছে। বিষয়টি বন্ধ না করলে সামনে আইন-শৃংখলা অবনতিসহ পরিবেশের উপর প্রভাব পরবে বলে বক্তাগন বলেন। সভায় অত্র উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করা হয়।
অপরদিকে- রামগড় উপজেলা পরিষদ উন্নয়ন সমন্বয় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ সামসুজ্জামান,প্যালেল মেয়র। কাজী আবুল বশর, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, আনসার প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকগন প্রমূখ।