রামগড়ে মোবাইল কোর্টে জরিমানা

 রামগড়ে মোবাইল কোর্টে জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় পৌরসভাস্থ রামগড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এবং সড়ক পরিবহন আইনে পৃথক অভিযানে ৯টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বুধবার(২০ জুলাই)দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। এসময় রামগড় থানার ফোর্সগন আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ছিলেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাসনুবা হোটেলকে ৩ হাজার টাকা এবং হেলমেটবিহীন মোটর সাইকেল- সিএনজি লাইসেন্স বিহীন গাড়ি চালনার জন্য ৮ ব্যক্তিকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post