রামগড়ে নিয়ম না মেনে ইট প্রস্তুত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
রামগড় (খাগড়াছড়ি প্রতিনিধি: শনিবার ৯ ডিসেম্বর ২০২৩ খ্রী: দুপুরে রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস কর্তৃক রামগড় উপজেলার ফেনীরকূলে অবস্থিত হাজেরা ব্রিক ফিল্ড ও ১নং রামগড় ইউনিয়নধীন বাগানটিলা বলিপাড়া এলাকায় নূরজাহান ব্রিকফিল্ডে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান, লাইসেন্স ব্যতীত ইটভাটায় ইট প্রস্তুত করায় ইটভাটার মালিক মো: আব্দুল মান্নান (৪৮) কে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” এর মোতাবেক দুই জনকে পৃথক পৃথক ৫০ হাজর টাকা ১ লক্ষ ( এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। সরকারি কোষাগারে আদায়কৃত অর্থ চালানের মাধ্যমে জমা দেওয়া হবে বলে জানান।