রামগড় তথ্য বিভাগের সহযোগীতায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে চলচ্চিত্র প্রদর্শনী”
রামগড় প্রতিনিধি: তথ্য অফিস রামগড়ের আয়োজনে বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৭ এপ্রিল২০২২ ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে “আলোচনাসভা ও চলচ্চিত্র প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান, ১নং রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার,একাডেমী সুপারভাইজার জনাব কাজী সোহেল রানা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, শিক্ষকদ্বয় প্রমূখ।
বক্তাগন আলোচনায় সভা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৭ই এপ্রিল ১৯৭১ সালে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমায় অবস্থিত মুজিবনগরের বৈধ্যনাথতলার আম্রকাননে গঠিত ঐতিহাসিক মুজিবনগর সরকার তথা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের গুরুত্ব তুলে ধরেন এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার আহ্বান জানান। এসময় পরিচালনা পর্ষদ ও বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বিশেষ চলচ্চিত্র “মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী” প্রদর্শন করা হয়।