রামগড় পৌরসভা নির্বাচনে প্রার্থীদের নিয়ে আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: আসন্ন রামগড় পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনের আচরণ বিধি ও আইন-শৃংখলা প্রতিপালন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার(২৭ অক্টোবর) সকাল ১১টায় পরিষদ মিলনায়তনে ইউএনও(ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রামগড় পৌরসভা নির্বাচন ২০২১ এর রিটার্নিং অফিসার সাইদুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন রামগড় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন এর সহকারী রিটার্নিং অফিসার দেবাশীষ দাস, আনসার ভিডিপি(ভারপ্রাপ্ত)কর্মকর্তা মোহাম্মদ আজাদ, বিজিবি প্রতিনিধি প্রমূখ।
এতে পৌরসভার ৯টি বিভিন্ন ওয়াডের কাউন্সিলর প্রার্থীগন তাদের মতামত ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৯টি ওয়াডের প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।