রামগড়ে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) বেলা ১২ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যাবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে ওই ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি ছিলেন, রামগড় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলী আহাম্মদে সহ প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন নারী ও পুরুষের মাঝে ৫০ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয় ।

Read Previous

রামগড় পৌরসভা নির্বাচনে প্রার্থীদের নিয়ে আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা

Read Next

খাগড়াছড়িতে পুলিশের বাঁধায় যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত