রামগ‌ড় স্থলবন্দরে পাহাড় কেটে মাটি ভরাটের অভিযোগ; তদন্ত কমিটি সরজমিনে পরিদর্শন

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি’র রামগড় স্থলবন্দরের ভূমি উন্নয়নে পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ তদন্তে নৌ মন্ত্রণালয়ের গঠিত কমিটি শনিবার রামগড়ে তদন্তকাজ শুরু করেছে। ছয় সদস্যের গঠিত কমিটি রামগড়ে কয়েকটি স্থানের মাটি কেটে নেওয়া পাহাড় ও স্থলবন্দরের ভরাটকৃত স্থান সরেজমিনে পরিদর্শন করেন। গত ৭ জানুয়া‌রি জাতীয় একটি দৈনিকে “ভার‌তের জন‌্য বন্দর নির্মা‌ণে পাহাড় কে‌টে জ‌মি ভরাট ” শি‌রোনা‌মে এক‌টি প্র‌তি‌বেদন প্রকা‌শিত হ‌ওয়ার পর বিয়য়টি তদন্ত করার জন্য ৮ জানুয়া‌রি নৌ মন্ত্রণালয়ের যুগ্ম স‌চিব( বাস্থবক) মোঃ ফি‌রোজ আহ‌মেদ কে আহবায়ক ক‌রে ৬ সদ‌স্যের এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রা হয় ।‌

জানাগেছে, তদন্ত ক‌মিটি‌কে তিন কার্য‌দিব‌সের ম‌ধ্যে তদন্ত প্র‌তি‌বেদ‌ন দা‌খিল করার সময়সীমাও বে‌ধে দেওয়া হয়। এরপ্রেক্ষিতে শ‌নিবার (১০ জানুয়া‌রি) তদন্ত দল রামগড় সফরে আ‌সেন। গঠিত তদন্তটিম উপ‌জেলার ‌বৈদ‌্যটিলাসহ বি‌ভিন্ন এলাকায় যান।‌ সেখা‌নে স্থানীয়‌দের সা‌থে কথাবার্তা ব‌লেন। পাহাড় কাটার ছ‌বি, তথ‌্য উপাত্ত ও মা‌টির নমুন‌া সংগ্রহ ক‌রেন। প‌রে রামগড় স্থল বন্দর প‌রিদর্শ‌নে যান।‌সেখা‌নে বন্দরের ভরাট কা‌জে ব‌্যাবহৃত মা‌টির নমুনা সংগ্রহ ক‌রে প‌রীক্ষা নিরীক্ষা ক‌রেন এবং নির্মাণ কাজের গুনগত মান ঘু‌রে দে‌খেন।

এসময় তদন্ত ক‌মি‌টির সদস‌্যস‌চিব রাসনা শার‌মিন মিথিওসহ কমিটির অন‌্যান‌্য সদস‌্য ছাড়াও রামগড় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কাজী শামীম, বি‌জি‌বি প্র‌তি‌নি‌ধি, সংশ্লিষ্ট ঠিকাদারী প্র‌তিষ্ঠান ম‌নি‌কো লি.এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত শুক্রবার একই অভিযোগের বিষয় খতিয়ে দেখতে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রামগড় পরিদর্শন করেন।এদিকে, তদন্ত সংক্রান্ত বিষয়ে গঠিত কমিটি সাংবাদিকদের কোন ব্রিফিং বা বক্তব্য দেননি।