রামগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাদশা আটক
রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ থানার তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
২৯ আগস্ট বুধবার বিকালে পাতাছড়ার মাহবুব নগর এলাকায় ইয়াবা বেঁচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মুজিবর এর নেতৃত্বে একটি দল জগন্নাথ পাড়ার আবদুল হাইয়ের ছেলে মোবারক হোসেন বাদশা (২৩) কে আটক করে। আটককৃত’র দেহ তল্লাসী করে তার পকেটের ভিতর কয়েকটি প্যাকেটে লুকানো অবস্থায় ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানায়, আটককৃত যুবক রামগড় থানার তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের আরো কয়েকটি মামলা রয়েছে এবং আটকও করা হয়েছিল। উক্ত ঘটনায় রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।