রামগড়ে কৃষক নির্বাচন করে ধান ক্রয় উদ্বোধন

রামগড়ে কৃষক নির্বাচন করে ধান ক্রয় উদ্বোধন

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার বোরো ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার(৩১ মে) দুপুরে উপজেলা

সিন্দুকছড়ির জোন কর্তৃক ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা
মহালছড়ি মিলনপুর বনবিহারে আকাশ প্রদীপ প্রজ্জ্বলন সমাপ্ত
রামগড়ে বিজিবি কর্তৃক ১’শ ঘনফুট গাছ আটক
রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার বোরো ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার(৩১ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামের সামনে ধান ক্রয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারকারী।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিমো চাকমা,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা  শহীদ আলম।
উপজেলা কৃষি কর্মকর্তা আলী হোসেন জানান,এ বছর ৩৯ হাজার মেঃ টন ধানের লক্ষ্যমাত্রা পাওয়া গেছে। ৩১ মে থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য ২৭ টাকা দরে একজন কৃষক ১ মেঃ টন থেকে ৩ মেঃ টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবে।
উপজেলায় তথ্য অফিসের সহযোগিতায় প্রচার- প্রচারনা শেষে অগ্রাধিকার মূলে ৪৩৫ জন কৃষকের মধ্য  ধান সংগ্রহ করা হচ্ছে বলে জানান।