লক্ষ্মীছড়িতে ভ্রাম্যমাণ আদালতের ২৩ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছ। ৩১মে সোমবার ভ্রাম্যামাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমন লক্ষ্মীছড়ি বাজার অভিযান পরিচালনা করে অজয় দে, পিতা- হরিপদ দে, ৩হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় জরিমানা করে।

লক্ষ্মীছড়ি বাজার ব্যবাসায়ী রতন কান্তি দাশ, পিতা- প্রসন্ন কান্তি দাশ, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪৬ ধারায় ১০হাজার টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এছাড়াও মো. নুর হোসেন, পিতা- মো. আলাউদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১০হাজার টাকা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এসময় লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমন সতর্ক করেন এবং ভবিষ্যতে এ অভিযান আরো কঠোরভাবে পরিচালনা করা হবে বলে জানান।

Read Previous

পানছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বই বিতরণ

Read Next

রামগড়ে কৃষক নির্বাচন করে ধান ক্রয় উদ্বোধন