• July 27, 2024

রামগড়ে দুই ইউপি’র নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

 রামগড়ে দুই ইউপি’র নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
রামগড় প্রতিনিধি: রামগড় উপজেলার ১নম্বর রামগড় ও ২ নম্বর পাতাছড়া ইউপি’র নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে  ১৮জন সাধারন সদস্য ও ৬জন সংরক্ষিত মহিলা সদস্যকে শপথ বাক্যপাঠ করান সদ্য রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত। এর আগে ১নং রামগড় ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান শাহআলম মজুমদার ও ২ নম্বর পাতাছড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান কাজী নরুল আলমকে সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
এসময় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, পৌর মেয়র রফিকুল আলম কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ওসি সামসুজ্জামান, জেলা আ’লীগের উপদেষ্টা শের আলী ভূঁইয়া, ১ নম্বর রামগড়  ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান শাহ আলম মজুমদার ও ২ নম্বর পাতাছড়া ইউপির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলমসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ শেষে বলেন, আপনারা জনগনের ভোটে নির্বাচিত সদস্য, জনগনের সুখ-দুঃখে আপনারা পাশে থাকবেন এবং সরকারের নিয়ম কানুন মেনে এলাকার সার্বিক উন্নয়নসহ আইনশৃংখলা উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post