রামগড়ে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

রামগড় প্রতিনিধি: রামগড় উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছে নবাগত উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত। ৮ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে নবাগত ইউএন খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার, পৌর মেয়র রফিকুল আলম কামাল,  ওসি সামসুজ্জামান, জেলা আ’লীগের উপদেষ্টা শের আলী ভূইঁয়াসহ প্রমুখ। সভায় নবাগত ইউএনও সকলকে শুভেচ্ছা জানান এবং উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় নবাগত ইউএনওকে ফুলদিয়ে বরণ করেনেন অতিথিব বৃন্দ। এতে আরো বক্তব্যে রাখেন- মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস, উপজেলা সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ নাইমুল ইসলাম, ১নং ও ২নং ইউপি চেয়ারম্যান শাহ আলম ও কাজী নুরুল আলম, স্থানীয় সাংবাদকর্মী করিম শাহ্ প্রমূখ। সভায় আরো উপস্থিত ছিলেন, সরকারী-বে-সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গন্যমান্যব্যাক্তিবর্গসহ স্থানীয় সাংবাদকর্মী বৃন্দ।

Read Previous

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Read Next

রামগড়ে দুই ইউপি’র নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ