• July 27, 2024

রামগড়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের জমির দলিলসহ ঘর পেলেন ২২ পরিবার

 রামগড়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের জমির দলিলসহ ঘর পেলেন ২২ পরিবার
রামগড় প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ২২ পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে  জমির দলিল ও ঘরে চাবি হস্তান্তর করা হয়েছে।
২৩ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড় উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন-২ প্রকল্প এর উপকারভোগীদের মাঝে নব নির্মিত ঘরের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং  জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রদান কালে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু  বলেন, বর্তমান সরকারের আমলে কেউ অনাহারে থাকবে না, ঘরবাড়ী ছাড়া থাকবে না। আজ সারাদেশে ভূমিহীন ও গৃহহীন  প্রায় ৬৬ হাজার পরিবারকে পাকাঘরের চাবি তুলে দিয়ে প্রমান দেখিয়েছেন গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, অফিসার ইনচার্জ  সামসুজ্জামান,  পৌরসভার প্যানেল মেয়র ১ ও কাউন্সিলর আহসান উল্যাহ, উপজেলা আ.লীগ সভাপতি মোস্তফা হোসেন, রামগড় ১নং ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, পাতাছড়া ২নং ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, সাবেক উপজেলা চেয়ারম্যান(ভাঃ) আব্দুল কাদের, উপজেলা আ’লীল সাধারন সম্পাদক নুরুলআলম আলমগীর,পৌর আ’লীগের সভাপতি রফিকুল আলম প্রমুখ।
সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন এর  কারিগরি সহায়তা উপকারভোগী পরিবার, পিআইও মনছুর আলীসহ সরকারী পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post