রামগড়ে মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: সারাদেশেরন্যায় রামগড়ে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটার মধ্যেদিয়ে দিবসটি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবাহী অফিসার আ,ন,ম বদরুদ্দোজা’র নেতৃত্বে উপজেলা বিজয় ভাষ্কর্য প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী জানান- উপজেলা পরিষদ, প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা সম্মেলন কক্ষে কেক কেটে কর্মসূচির সমাপ্তি করা হয়।
এদিকে উপজেলা আ’লীগ পুষ্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে কেক কাটেন। অপরদিকে- রামগড় ১নং ইউনিয়নে আয়োজনে বলিপাড়া স্কুল মাঠে বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত,কেক কাটা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বলিপাড়া স্কুলের প্রধান শিক্ষক নাজমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন ৭নং ইউপি সদস্য মফিজুর রহমান।
এসময় পৃথক পৃথক অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্্রাচিং চৌধুরী ও বলিপাড়া স,উ,বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াকুব এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার র্কাবারী, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান,অফিসার ইনচার্জ সামসুজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,তদন্ত ওসি মনির হোসেন,প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ, ডা.জিনাত রেহানা, উপজেলা আ’লীগ সভাপতি মোস্তফা হোসেন-সম্পাদক কাজী আলমগীর-সাংগঠনিক সম্পাদক নুর আলম জিকু, পৌর আ’লীগ সভাপতি রফিকুল ইসলাম কামাল, যুবলীগ সভাপতি আব্দুল কাদেরসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক,সামাজিক, শিক্ষকসহ স্থানীয় সাংবাদিক প্রমুখ।