• February 19, 2025

রামগড়ে মৎস্য বান্ধব জাল বিতরণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২, মৎস্য অধিদপ্তর অংগ এর আওতায় উপজেলার সিআইজি মৎস্য চাষীদের মাঝে মৎস্য বান্ধব জাল বিতরণ করা হয়েছে।

২ ফেব্রুয়ারি বিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এর সার্বিক পরিচালনায় উপজেলা পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে জাল বিতরন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক ও হাসিনা আক্তার, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ড: মঈন আহম্মদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার সিআইজি মৎস্য চাষীদের মধ্যে ৪টি সমিতিকে ৮শ মিটার জাল ও ১৬শ মিটার দড়ি বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post