• July 8, 2025

রামগড়ে আইসোলেশন কর্ণার পরিদর্শন করলেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন

রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: সারাদেশন্যায় রামগড়ে মহামারি করোনা ভাইরাসের সংক্রমনের আশংকায় সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে রামগড় হাসপাতালে ১২ শয্যা বিশিষ্ট আইসোলেশন কর্নার প্রস্তুত করা হয়েছে। বৃহঃবার(২ মার্চ) দুপুরে রামগড় হাসপাতালে সেনাবাহিনী ও প্রশাসনের একটি যৌথদল আইসোলেশন কর্নারটি পরিদর্শন করেন। এসময় আইসোলেশন কর্নারটি ঘুরে দেখান আবাসিক মেডিকেল অফিসার ডা, আনোয়ার হোসন।

গুইমারা ১৪ ফিল্ড সিন্ধুকছড়ি জোন কমান্ডার লে,কর্ণেল কাজী মো, কাওছার জাহান পিএসসি,জি নেতৃত্বে সেনাবাহিনীর দলটি যৌথ পরিদর্শন করেন রামগড় হাসপাতাল। এসময় গুইমারা সাবজোন কমান্ডার মেজর মোঃ জুনায়েদ বিন কবির জি, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা, সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্র, অফিসার ইনচার্জ মো, সামসুজ্জামান ও রামগড় উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দারোগাপাড়ায় হোম কোয়ারেন্টাইনে থাকা এক প্রবাসীকে দেখতে যান। যৌথ দলটি এসময় প্রবাসীর স্বাস্থ্যের খোঁজখবরসহ খাদ্যসামগ্রী প্রদানের বিষয়ে জানান। দলটি রামগড় বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ও মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালান।

রামগড় বাজারে করোনা সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন, রামগড় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে অব্যাহত রয়েছে বিভিন্ন প্রচারনা ও খেটে খাওয়া মানুষের মধ্যে খাদ্য সহায়তা কার্যক্রম। এসময় রামগড় বাজারে রাস্তায় জীবানু সচেতনতা মূলক মাইকিং,নাশক স্প্রে, লিফলেট বিতরণ, নিরাপদ দুরত্ব বজায়রাখার বিষয়ে প্রচার চালান। পরে গুইমারা ১৪ ফিল্ড সিন্ধুকছড়ি জোন কমান্ডার লে,কর্ণেল কাজী মো, কাওছার জাহান পিএসসি,জি হেয়াকো বাজারেও জনসচেতনতা মূলক প্রচারনা অভিযান চালান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post