রামগড়ে হত্যা মামলার পলাতক আসামি আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার রামগড়ে একাধিক হত্যাসহ বিভিন্ন মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৮ আগস্ট মঙ্গলবার মো: কোরবান আলী (৪৯)

খাগড়াছড়ি জেলা কারাগারে আসামীর আত্মহত্যা
খাগড়াছড়িতে করোনা সচেতনতায় সামাজিক দুরুত্ব বজায় রাখতে কাজ করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ
ব্যক্তিগত অর্থায়নে, পাহাড়ে ধর্মীয় জ্ঞানের আলো ছড়াচ্ছে গীতা স্কুল

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার রামগড়ে একাধিক হত্যাসহ বিভিন্ন মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৮ আগস্ট মঙ্গলবার মো: কোরবান আলী (৪৯) নামে প্রায় ২৮ বছরের পলাতক এ আসামীকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রামগড়ের পাশ্ববর্তী চিকনছড়া এলাকার লোকজন কোরবান আলীকে আটক করে রামগড় থানায় খবর দেয়। পরে রামগড় থানা পুলিশের এসআই মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে চিকনছড়া থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, আটককৃত কোরবান আলী ১৯৯০ সালে রামগড়ে সংঘটিত বহুল আলোচিত গুরা মিয়া হত্যা মামলাসহ একাধিক হত্যা ও বিভিন্ন মামলার পলাতক আসামি। কোরবান আলী উপজেলার দুর্গম হাতিরখেদা গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে।

এদিকে, কোরবান আলীর স্ত্রী লায়লা বেগম জানান, তার স্বামী গত দু মাস ধরে মানসিক বিকারগ্র¯। মানসিক রোগের কবিরাজি চিকিৎসার জন্য তার বড় বোন ৪ দিন আগে তাকে চিকনছড়ায় নিয়ে যান। মঙ্গলবার বিকেলে চিকনছড়া বাজারে চা খেতে গেলে লোকজন তাকে মারধর করে পুলিশে দেয়।