• February 18, 2025

রামপুরায় ছাদে ছাত্রকে গুলি করা সেই পুলিশ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার রামপুরায় একটি ভবনের ছাদে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, রবিবার (২৬ জানুয়ারি) খাগড়াছড়ির দীঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট। এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
তবে তিনি (ওসি) বলেন, সে তো পলাতক আসামি না! সে (চঞ্চল সরকার) আমাদের দীঘিনালা থানায় কর্মরত ছিলো সে ৭ নভেম্বর ২৪ সাল থেকে আজ পর্যন্ত কর্মরত ছিলো, আন্তর্জাতিক অপরাধ ট্যাইব্যানাল এর বিশেষ একটি টিম থানা পুলিশের সহযোগিতায় আটক করে।

উল্লেখ, ঘটনাটি ঘটে গত ১৯ জুলাই। ঢাকার রামপুরার মেরাদিয়া এলাকার নির্মাণাধীন একটি ভবনে। ভুক্তভোগী তরুণের নাম আমির হোসেন (১৮)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকায় ফুফুর বাসায় থেকে কাজ করতেন রামপুরার একটি রেস্তোরাঁয়। সেদিন ঘটনায় অবশ্য তিনি বেঁচে গিয়েছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post