• February 18, 2025

লক্ষীছড়িতে আটো রিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৩

লক্ষীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় মোটরসাইকেল ও আটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৩জন গুরুতর আহত। বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকার সময় লক্ষীছড়ি মানিকছড়ি সড়কে ময়ূরখীল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষীছড়ি থানা পুলিশ ও  ফায়ার সার্ভিস এর নেতৃতে আহতদের উদ্ধার করে লক্ষীছড়ি হাসপাতালে নিয়ে আসে। আহত ব্যাক্তিরা হলেন মো: আইনুল (৩৮) মোটরসাইকেল চালক, মো: নাজিম (৪০), মোঃ আমজাদ হোসেন (৩৫)। এদিকে ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান লক্ষীছড়ি উপজেলা নির্বাহী আফিসার, সহকারী কমিশনার ( ভূমি)।

আহতদের লক্ষীছড়ি হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মানিকছড়ি হাসপাতালে পাঠায় কর্তব্যরত  মেডিকেল আফিসার। লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post