খাগড়াছড়িতে করোনা প্রতিরোধে মাস্ক পরিধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি‘: খাগড়াছড়িতে শীত মৌসুমে করোনা প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, জনসমাগমস্থলে মাস্ক পরিধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

বৃহস্পতিবার খাগড়াছড়ি শহরে সাপ্তাহিক বড় বাজার, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে মাস্ক বিষয়ে ও মাস্ক পরিধানে জনসচে তনতা বৃদ্ধির লক্ষ্যে সকাল সাড় ৮ টায় মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত। আর এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন বলেন, জরিমানা বা অর্থদণ্ড মূখ্য বিষয় নয়। মূল বিষয় হলো করোনা প্রতিরোধে মাস্ক পরিধানে জনসচেতনতা বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য বা উদ্যেশ্য। বর্তমান সরকারের নির্দেশনায় ও নাগরিক সমাজের মাস্ক সচেতনতা বাড়াতেই  এ অভিযান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post