লক্ষীছড়িতে প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লক্ষীছড়িতে প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সম্প্রতি লক্ষীছড়ি উপজেলায় ৩টি ইউনিয়নে প্রায় ১হাজার ৩০০

গুইমারায় রমজান আলী হত্যাকারীকেদের গ্রেফতারে দাবি
পানছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কাউন্সিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
খাগড়ছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সম্প্রতি লক্ষীছড়ি উপজেলায় ৩টি ইউনিয়নে প্রায় ১হাজার ৩০০ কম্বল বিতরণ করা হয়। লক্ষীছড়ি, দুল্যাতলী ও বর্মাছড়ি ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় জনপ্রতিনিধিদের মাধ্যমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বুধবার দুপুরে বাইন্যাছোলা এলাকায় অনাথ শিশুদের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন।

বাইন্যাছোলা পূর্ণজ্যোতি শিশু সদন ও মহিষকাটাসহ বিভিন্ন এলাকায় গরীব-অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,  ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।