• January 16, 2025

লক্ষ্মীছড়িতে চাঁদের গাড়ি থেকে পরে এক শ্রমিক নিহত

 লক্ষ্মীছড়িতে চাঁদের গাড়ি থেকে পরে এক শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের রাইঙ্গামাছড়া নামক এলাকায় কাঠ বোঝাই চলন্ত জীপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারালে ফ্রন্ট সিটে বসা আলমগীর হোসেন(২৬) নামে এক শ্রমিক দরজায় থাক্কা লেগে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত আলমগীরের বাড়ি শিলাছড়ি এলাকায় জাকির হোসেন এর ছেলে।

শনিবার সন্ধা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় থানায় কোনো মামলা হয়নি বলে ওসি হুমায়ুন কবীর জানান। নিহত হওয়ার প্রকৃত রহস্য উদঘাটন করা না গেলেও সহকর্মীরা বলছেন ভয়ে গাড়ি থকে লাফ দিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আলমগীর মারা যায়। তবে নিহত ব্যক্তিসহ গাড়ির চালক ও অন্যান্যরা সবাই একে অপরের আত্মীয় বলে জানা গেছে। সূত্রে জানা যায়, পেছণের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িকে সজোড়ে থাক্কা দেয়। এতেই ধাক্কা দেয়া গাড়িটির দরজা ভেঙ্গে চালকের বাম পাশে বসা আলমগীর পরে যায় এবং মাথা ফেটে গেলে অতিরিক্ত রক্তক্ষরনের ফলেই তার মৃত্যু হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post