লক্ষ্মীছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রপি বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার(ভুমি) ফেরদৌস আরা, কৃষি অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া।
খেলা পরিচালনা করেন, শহিদুল্লাহ সজিব, সহকারী রেফারি- অংক্যজাই মারমা নাইম ইসলাম। ধারাভাষ্যকার নাহিয়ান সহ আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া প্রেমিক, স্কুল- কলেজ- মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং অভিভাবক, সাংবাদিক বৃন্দ।
এ খেলায় লক্ষ্মীছড়ি একাদশ – দুল্যাতলী একাদশকে ট্রায়বেকারে ৪-২গোলো পরাজিত করে জয় লাভ করেন।
এদিকে নারী ফুটবলের টীম ও জেলায় প্রেরনের জন্য বাছাই করা হয়েছে বলে আয়োজকরা জানান।