লক্ষ্মীছড়িতে অটিজম বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি উপজেলায় অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হ

লক্ষ্মীছড়িতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, আটক ১
বাঘাইছড়িতে সেনাবাহিনীর টহলের গাড়িতে গুলি, পাল্টা গুলিতে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত
রামগড়ে আগুনে পুড়লো বসতঘর, ১০লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি উপজেলায় অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল মঙ্গলবার লক্ষ্মীছড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ওয়ার্কশপটির আয়োজন করেন ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

দিনব্যাপী এ ওয়ার্কশপের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। সমাপনী ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন থানা অফিসার্স ইনচার্জ মো. আব্দুল জব্বার।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, এনডিডি’র মাস্টার ট্রেইনার ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজের প্রভাষক মো. আবু নাছির, লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলিয়াছ চৌধুরী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল ও আইসিটি এম্ব্যাসেটর লক্ষ্মীছড়ি কলেজের প্রভাষক মাসুদ চৌধুরী।

উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি কলেজের অধ্যক্ষ মো. আলী মরতুজা চৌধুরী, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা আব্দুল হাসেম চৌধুরী, আব্দুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী সহ অন্যান্যরা।

কর্মশালায় উপজেলার ১১০জন বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি সহ স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক প্রাথমিক ধারনা প্রদান করেন প্রশিক্ষকরা।