লক্ষ্মীছড়িতে অসহায়দের পাশে দাঁড়ালেন অসিম
স্টাফ রিপোর্টার: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের আক্রান্তের শিকার সমাজের প্রতিটি মানুষ। নিন্ম আয়ের মানুষগুলো কর্মহীন হয়ে পরেছে। আয়-রোজাগর যেখানে বন্ধ, পরিবার চালানো সেখানে দায়। এমনি এক পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়িয়েছে অসিম চাকমা। নিজ উদ্যোগে সামর্থ অনুযায়ি সাহার্যের হাত বাড়ালেন তিনি। নিজ গ্রাম ছাড়াও পাশ্ববর্তি বেশ কয়েকটি পাড়ায় ত্রাণ বিতরণ করেছেন অসিম চাকমা। গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার তিনি এই সহায়তা প্রদান করেন।
গ্রামের এই বিশিষ্ট ঠিকাদার অসিম চাকমা বলেন, যতিন্দ্র কার্বারী, মিতিংগাছড়ি, ছোট ধুরুং পাড়াসহ আশ-পাশের গ্রামগুলোতে ৫০জন খেটে খাওয়া অসহায়দের মাঝে ১০ কেজি চাল, ২৫০গ্রাম তেল ও মাস্ক বিতরণ করেছি।
বৈসাবি উপলক্ষে পাওয়া বোনাসের টাকা দিয়ে তার মেয়ে এলপি চাকমা গ্রামের আরো ১১জনের মাঝে কেচি চাল ও সাবান বিতরণ করেছেন।
অসিম চাকমার মত এমনি মহতি উদ্যোগে নিয়ে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে করোনার মহামারিতে যতটানা ক্ষতি হচ্ছে, খাদ্য সহায়তা পায় সেই ক্ষতির কিছুটা হলেও নিবারণ হবে এমনটাই মনে করে সচেতন মহল।