স্টাফ রিপোর্টর: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সরকারের বিশেষ উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত ৩দিন ব্যাপি মেলার আনুষ্ঠানিক সমাপ্ত হ
স্টাফ রিপোর্টর: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সরকারের বিশেষ উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত ৩দিন ব্যাপি মেলার আনুষ্ঠানিক সমাপ্ত হলো। গত ১৭ সেপ্টেম্বর রোববার দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
১৯ সেপ্টেম্বর রোববার সমাপনী দিনে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, উপজেলা কৃষি অফিসার মো: মেহেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: আলমগীরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: ইব্রাহিম খলিল প্রমুখ।
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার ১৭-১৯ সেপ্টেম্বর প্রথমবার ৩দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের ঘোষণা করে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী এ মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলায় ৩টি ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রকৌশী(এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল স্টল প্রদর্শন করে।