• July 14, 2024

লক্ষ্মীছড়িতে দুস্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে আসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন(পিআইও) কর্তৃক গরীব ও দুস্থ্যদের মাঝে ত্রণা সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ মে সোমবার দুপুরে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য হিসেবে এক কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তৈল, এক কেজি চিনি, এক কেজি চিড়া, এক কেজি লবন, ৫০০ গ্রাম মুড়ি, মোমবাতি এক ডজন, একটি ম্যাচসহ ১০প্রকার শুকনা খাবার হিসেবে প্রতি পরিবারকে প্রদান করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ২০০জনের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post