• October 7, 2024

লক্ষ্মীছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা জাতীয় শিশু দিবস উপলক্ষে “বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো” শ্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রা  ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে ১৭ মার্চ শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ করে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বার, ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারি ও পিংকি দাশ প্রমুখ।

সবশেষে উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post