লক্ষ্মীছড়িতে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ভোক্তা অধিকার আইন/২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিন ব্যাপি সেমিনার অনুষ্ঠি

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপন
মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
আন্তর্জাতিক সর্পদশন সচেতন দিবস উপলক্ষে রামগড়ে সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ভোক্তা অধিকার আইন/২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীছড়ি উপজেলা ভোক্তা অধিকার কিমটির সভাপতি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন। কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন ভোক্তা অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন এবং এর ধারা উপ-ধারা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এছাড়া সেমিনারে বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম সোহেল, লক্ষ্মীছড়ি থানার ওসি তদন্ত সমির সরকার।

বক্তারা ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে ক্রয়-বিক্রয়ের উপর সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভেজালকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগের মাধ্যমে ব্যবস্থা নেয়ারও দাবি জানান।