লক্ষ্মীছড়িতে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ভোক্তা অধিকার আইন/২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীছড়ি উপজেলা ভোক্তা অধিকার কিমটির সভাপতি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন। কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন ভোক্তা অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন এবং এর ধারা উপ-ধারা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এছাড়া সেমিনারে বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম সোহেল, লক্ষ্মীছড়ি থানার ওসি তদন্ত সমির সরকার।

বক্তারা ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে ক্রয়-বিক্রয়ের উপর সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভেজালকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগের মাধ্যমে ব্যবস্থা নেয়ারও দাবি জানান।

Read Previous

মাটিরাংগায় ভারতীয় শাড়ী, ঔষধসহ আটক ২

Read Next

রাঙ্গুনিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার