লক্ষ্মীছড়িতে মহান স্বাধীনতা দিবস পালিত

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

লক্ষ্মীছড়িতে মহান স্বাধীনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ রোববার সকাল ৮টায় কেন্দ্রীয়

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট’র উদ্যোগে শারীরিক সেবা বিষয়ক ক্যাম্পিং
জ্ঞানোদয় বন বিহারে মহালছড়ি  জোন অধিনায়কের  দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান
লক্ষ্মীছড়ি হাসপাতাল নির্মাণে নিম্ন মানের উপকরণ ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ রোববার সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পম্যাল্যা অর্পন করে উপজেলা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, লক্ষ্মীছড়ি থানা, বাংলাদেশ আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ হতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগিত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী ও সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার(অ.দা.) হোসনেয়ারা দিনের তাৎপর্যের উপর বক্তব্য রাখেন।

শিক্ষার্থীরা প্রদর্শন করে ডিসপ্লে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের দেয়া হয় বিশেষ সংবর্ধনা।