লক্ষ্মীছড়িতে “মুজিব জন্মশত বাষির্কী” উপলক্ষে স্মারক বৃক্ষরোপন উদ্বোধন
স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচির আলোকে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ‘স্মারক বৃক্ষরোপন’ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
১৬ জুলাই উপজেলা পরিষদ চত্তরে বনবিভাগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: সফিকুল ইসলাম ভূইয়া। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন ব্যপারি ও লক্ষ্মীছড়ি ভারপ্রাপ্ত বন কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস এসময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপি এক কোটি বৃক্ষ রোপন কর্মসূচির আলোকে লক্ষ্মীছড়ি উপজেলায় ২০হাজার ৩২৫টি বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করবে বনবিভাগ। জানা যায়, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও ক্যয়াং ঘরে এসব চারা বিতরণ করা হবে।