মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্মারক বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাতেও জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মারক বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

দুপুরে উপজেলা পরিষদের সামনে মাটিরাঙ্গা উপজেলা বন বিভাগের উদ্যোগে আয়োজিত স্মারক চারাগাছ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে চারা রোপন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, পৌর মেয়র মো: শামছুল হক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান।

চারাগাছ রোপন কার্যক্রম সম্পর্কে মাটিরাঙ্গা উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম জানান, দেশব্যপী এক কোটি চারা রোপনের অংশ হিসেবে মাটিরাঙ্গা উপজেলার মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ২০হাজার ৩২৫ টি বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কার্যক্রম পরিচালিত হবে।

Read Previous

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কী উপলক্ষে মানিকছড়িতে‘স্মারক বৃক্ষরোপন’ উদ্বোধন

Read Next

লক্ষ্মীছড়িতে “মুজিব জন্মশত বাষির্কী” উপলক্ষে স্মারক বৃক্ষরোপন উদ্বোধন